নিজস্ব সংবাদদাতা: বাঁধের জল ছাড়া নিয়ে নবান্ন বন্যাকে কেন্দ্র করে ভয় পাচ্ছে। এই নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা তথাগত রায়।
তথাগত রায় লেখেন, 'ঝাড়খণ্ডে বৃষ্টি হলে সে জল পশ্চিমবঙ্গে আসবে |আসবেই। বাঁধের জল ছাড়া না হলে জল বাঁধ ছাপিয়ে চলে যাবে, বাঁধকে ধ্বসিয়েও দিতে পারে। তাই নিয়ম, upper reaches-এ বেশি বৃষ্টি হলে তৎক্ষণাৎ বাঁধের জল ছেড়ে দিতে হয়। সব জিনিসের রাজনীতিকরণ সিপিএমের শিক্ষা। মাননীয়া ভালোই শিখেছেন। বিঃ দ্রঃ : লক্ষ্য করুন, এতে কিন্তু হিন্দু-মুসলমান নেই।'