নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে ফের সরব বিজেপি নেতা তথাগত রায়।
এই নেতা লেখেন, যদি বাংলাদেশ সরকার ভারতের বিবৃতিতে সাড়া না দেয় এবং চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে 2/3 দিনের মধ্যে মুক্তি না দেয়, ভারতকে অবশ্যই কানাডার মতো শক্ত হতে হবে: মেডিকেল ভিসা বন্ধ করতে হবে, ভারতীয় হাইকমিশনকে লেগেশন লেভেলে নামিয়ে দিতে হবে এবং খাদ্যদ্রব্যের সমস্ত রপ্তানি বন্ধ করতে হবে যেমন ডিম এবং পেঁয়াজ। এছাড়াও বিদ্যুৎ রপ্তানি বন্ধ করুন এবং ফারাক্কা, গজলডোবা এবং দুম্বুরে ব্যারেজের গেট বন্ধ করুন। ইসলামপন্থীরা এটাই একমাত্র ভাষা যা বোঝে।
এর আগে আজই তিনি লেখেন, আনসারুল্লা বাংলা টিম, হিজবুত তাহরীর, হেফাজতে ইসলাম ইত্যাদি হিংস্র ইসলামবাদীরা, সেই সঙ্গে বিএনপি, অরাজক বাংলাদেশ চালাচ্ছে।এদের হাতের ক্রীড়নক ‘মুখ্য উপদেষ্টা’ ইউনুস মিয়া।যে কোনো পরিস্থিতিতেই এদের দাবাই হচ্ছে হিন্দু খুন করা। ভারতের বগলের নীচে একটি দেশে এরকম নৈরাজ্য হলে ভারত কি চুপ করে বসে থাকবে ?