নিজস্ব সংবাদদাতা: রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভা এলাকায় ভোটের প্রচারে আসেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় আমার পাড়ার বিধায়ক, দেখতাম বুদ্ধের মতো বসে আছেন। তাঁর যে তলে তলে এত জিনিস, তাঁর ফ্ল্যাটে যে এত টাকা, তাঁর এত বান্ধবী, কেউ কোনদিনও ভাবতে পেরেছে? তলে তলে শিক্ষাটাকে সর্বনাশ করে, শিক্ষার গুষ্টির তুষ্টি করে দিয়ে আজ সেই শিক্ষাকে বিক্রি করে মানুষ টাকা কামাচ্ছে। যে বাংলায় এত মুনি-ঋষি জন্মেছিলেন, সেখানে এই ঘটনা ভাবা যায়? এর জন্য তাঁরা শাস্তিও পেয়েছেন; কেউ জেলে ঢুকেছে, কেউ জেলে ঢুকব ঢুকব করছে'।