নিজস্ব সংবাদদাতা: রবিবার গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়া নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। এই নির্মাণ যে অবৈধ সেই কথা আগেই স্বীকার করে নিয়েছে সরকার। এবার এই সম্পর্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, "আগেও এরকম হয়েছে। কারণ এর পিছনে অনেক বড় শক্তি আছে। টাকা পয়সার ব্যাপার আছে না হলে ওরকম হয় কী করে ? বস্তির মাঝে জায়গা পেয়ে পিলার তুলে বাড়ি করে দিচ্ছে। কী করে সম্ভব হয় এটা ?"
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন, মেয়র গিয়ে আশ্বাস দেবেন ! আর প্যানেলে গিয়ে ওদের লোকেরা বলবে মৃত্যু দুর্ভাগ্যজনক। গরম গরম কথা বলবেন। ক্ষতিপূরণ দেবেন। আর সব বন্ধ হয়ে যাবে। মানুষগুলো কি বাঁচবে না?"
"...মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন"-গার্ডেনরিচ কান্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ
গার্ডেনরিচ কান্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ। একের পর এক অভিযোগ এনে আক্রমণ করলেন শাসকদলকে।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: রবিবার গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়া নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। এই নির্মাণ যে অবৈধ সেই কথা আগেই স্বীকার করে নিয়েছে সরকার। এবার এই সম্পর্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, "আগেও এরকম হয়েছে। কারণ এর পিছনে অনেক বড় শক্তি আছে। টাকা পয়সার ব্যাপার আছে না হলে ওরকম হয় কী করে ? বস্তির মাঝে জায়গা পেয়ে পিলার তুলে বাড়ি করে দিচ্ছে। কী করে সম্ভব হয় এটা ?"
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন, মেয়র গিয়ে আশ্বাস দেবেন ! আর প্যানেলে গিয়ে ওদের লোকেরা বলবে মৃত্যু দুর্ভাগ্যজনক। গরম গরম কথা বলবেন। ক্ষতিপূরণ দেবেন। আর সব বন্ধ হয়ে যাবে। মানুষগুলো কি বাঁচবে না?"