নিজস্ব সংবাদদাতা: ফের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন বিজেপির বরিষ্ঠ নেতা তথাগত রায়। নিজের এক্স হ্যান্ডেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যকে এদিন সামনে এনেছেন তথাগত রায়। কার্যত সরকারের অস্বচ্ছতার প্রতিচ্ছবিকেই এদিন প্রকাশ্যে নিয়ে এসেছেন বিজেপি নেতা।
এদিন তিনি বলেন, “রেজিস্ট্রার, WBMC এর সাথে সাক্ষাতের পর আজ বিস্ময়কর তথ্য পাওয়া গেছে। সেই তথ্যগুলি হল এরকম -
১) রেজিস্ট্রার মানস চক্রবর্তী অবসরপ্রাপ্ত WBCS অফিসার। অবসর গ্রহণের পর তাকে আনুষ্ঠানিকভাবে ৬ মাসের মেয়াদ বাড়ানো হয়। এরপর প্রায় চার বছর ধরে তিনি কোনো বৈধ এক্সটেনশন অর্ডার ছাড়াই কাজ করছেন। তিনি সরকারি কোষাগার থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ সমস্ত কাগজপত্রে স্বাক্ষর করছেন এমনকি সরকারি হারে বেতনও নিচ্ছেন।
২) ডাঃ সন্দীপ ঘোষকে চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় মৌখিক আকারে শোকজ নোটিশ দিতে বলেছিলেন। যখন তিনি ইতিমধ্যেই সিবিআই হেফাজতে আছেন দুর্নীতি এবং তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায়। সেখানে তাঁর ক্ষেত্রে শোকজ নোটিশ মৌখিকই নাকি যথেষ্ট।
৩) তার রেজিস্ট্রেশন বাতিল আরেকটি উপহাস. কাউন্সিল কর্তৃক জারি করা কোনো লিখিত আদেশ/বিজ্ঞপ্তি নেই। এটি WBMC-র চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়ের মৌখিক আদেশ। মুখ সংরক্ষণ এবং জনরোষ থেকে বাঁচতে ঢাল হিসেবে ব্যবহার করার জন্য এই তথ্য গণমাধ্যমে পাঠানো হয়েছে।
৪) একজন সদস্য (ড. দিলীপ পাল) আর নেই। সেই জায়গাটি আজ পর্যন্ত খালি রয়েছে। সম্প্রতি পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। চেয়ারম্যান ইডির মুখোমুখি হয়েছেন। সিবিআইয়ের ওয়েটিং লিস্টে রয়েছেন ভাইস-চেয়ারম্যান। বিলুপ্ত এবং বিচার বিভাগীয় কর্তৃত্বের অধীনে নতুন নির্বাচনের জন্য জমা দেওয়া স্মারকলিপি ইতিমধ্যেই জমা পড়েছে WBMC-র হাতে।
৫) রেজিস্টার আরও নিশ্চিত করেছে যে ২০২৪ সালের মার্চ থেকে ৩ জন কাউন্সিল সদস্য প্রতি মাসে ৫০ হাজার টাকার পারিশ্রমিক তুলে নিচ্ছেন যা একেবারেই বেআইনি।
অথচ এতো কিছুর পর এরাজ্যের মেডিক্যাল কাউন্সিলকে নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে, যা আশ্চর্যজনক বলেই মনে করছেন বিজেপি নেতা।
Information on the goings-on in the medical council in West Bengal
— Tathagata Roy (@tathagata2) September 20, 2024
Astonishing informations received today after meeting with Registrar , WBMC
1) Registrar Manas Chakraborty is retired WBCS officer. After retirement he was given 6months extention officially. After that for…