নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না। তারা এই ঘটনা সম্পর্কে কিছুই বলেনি এবং আসামিদের গ্রেপ্তার করতে পারছে না। এই কারণে জনগণ রাস্তায় নেমেছে। এটা জনগণের ক্ষমতার বিপ্লব। মহিলারা এগিয়ে আসছেন এবং তারা ন্যায়ের পক্ষে আওয়াজ তুলছেন এবং অন্ধকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা কিছু ঘটিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন।"
#WATCH | Rape and murder of woman resident doctor at RG Kar Medical College and Hospital | BJP leader Bharati Ghosh says, "... The West Bengal government is unable to protect the women of the state... They have said nothing about the incident and are unable to arrest the accused.… pic.twitter.com/LquA9nbLol