নিজস্ব সংবাদদাতা: রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান সাংসদ দেব। তিনি স্পিড বোটে করে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন, ২০২৬ সালের আগে যদি ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু না হয়, তিনি প্রচারে যাবেন না। ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি।
টুইট করে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "দেব ভুলে গেছেন কিন্তু তাকে মনে করিয়ে দেওয়া সাধারণ মানুষের কর্তব্য। তিনি এই নিয়ে তৃতীয়বার সাংসদ হয়েছেন। প্রতিবার একই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি কেন এবং এখনো পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ শুরু হয়নি কেন? পশ্চিমবঙ্গ সরকারের জমি নীতিটাই বাকি? নতুন নাটক শুরু করেছে দেব।"
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন, সবাই মিলে পাশে থাকতে হবে।' পাশাপাশি তিনি বলেন, "মাস্টার প্ল্যান এমন যেটা তিন মাসে সম্ভব নয়। আমি জুন মাসে জিতেছি। এটা সেপ্টেম্বর। প্রতিশ্রুতি দিয়েছি মানে তিন মাসে মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করা সম্ভব নয়। ঘাটাল মাস্টারপ্ল্যান পুরোপুরি তৈরি করতে অন্তত ৫ বছর লাগবে। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাস থেকে মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে।"