নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "পশ্চিমবঙ্গ একসময় ভারতের শিল্প এবং অর্থনীতির শীর্ষে ছিল। কিন্তু ১৯৭৭ সালের পর বাম সরকারের ভুল নীতির কারণে রাজ্যে শিল্পের অন্ধকার যুগ শুরু হয়। শ্রমিক স্বার্থের নামে এমন পরিবেশ তৈরি হয়, যেখানে বিনিয়োগকারীরা রাজ্য ছেড়ে যেতে বাধ্য হন। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার শিল্পায়নের প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে সেই প্রতিশ্রুতি রয়ে গেছে অধরাই। বরং কাটমানি, দুর্নীতি এবং সঠিক নীতির অভাবে শিল্পায়নের পথে বড় বাধা তৈরি হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন, "পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না।" অথচ গুজরাটের মতো শিল্পায়ন পশ্চিমবঙ্গে হলে এর লাভ রাজ্যের মানুষেরই হতো। গুজরাট ও পশ্চিমবঙ্গের শ্রমিকদের আয়ের তুলনা করলে স্পষ্ট হয়, উন্নয়নের অভাবে পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে।
উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট আসাম ও ত্রিপুরার মতো বিজেপি-শাসিত রাজ্যে শিল্পায়ন ও সুশাসনের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। পশ্চিমবঙ্গের উন্নয়নে তৃণমূল নয়, বিজেপির মতো সুশাসন ও শিল্পবান্ধব নীতির সরকারই একমাত্র সমাধান।"