নিজস্ব সংবাদদাতা : এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট। কখনো ছবি তুলে ধরে লিখছেন দু লাইনের ক্যাপশান কখনও আবার লেখার আড়ালে লুকিয়ে রসিকতা। কথা হচ্চে বিজেপি নেতা অনুপম হাজরার। তার পোস্ট মানেই যেন ট্যুইস্টের চমক। খোঁচাও থাকবে, কটাক্ষও থাকবে আবার থাকবে রসিকতাও। এবার ডেঙ্গু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগ স্থাপন করলেন তিনি। স্পেন সফরে গিয়ে ফের পায়ে চোট পেয়েছন মমতা। তার আগে নির্বাচনী প্রচারে গিয়ে উত্তরবঙ্গে কপ্টারের জরুরী অবতরণের সময় পেয়েছিলেন চোট। এবারে বিদেশ থেকে ফিরেই এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। হাঁটুতে তার জল জমেছে। সেকথাই জানিয়েছেন তার চিকিৎসকরা। এদিকে রাজ্যে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এককথায় পরিস্থিতি ভয়ানক হয়ে উঠছে ক্রমে। আর এবার মমতা হাঁটু ও ডেঙ্গু পরিস্থিতির সঙ্গে য়োগসাজশ খুঁজে বের করলেন অনুপম। তিনি এক্স হ্যান্ডেলে তার ৫ লাইনের পোস্টে লিখেছেন, ''স্পেন থেকে ফিরে দিদিমণির হাঁটুতে জল জমেছে। জমা জলে ডেঙ্গুর মশা জন্মায়, সেই মশা কামড়াচ্ছে রাজ্যবাসীকে, রাজ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাই সবাই মিলে প্রার্থনা করুন তার হাঁটু যেন তাড়াতাড়ি সেরে যায়।'' কেন অনুপম ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর হাঁটু সেরে যাওয়ার জন্য় প্রার্থনা করতে বললেন? কী ইঙ্গিত করলেন তিনি? বুঝতে বোধহয় বাকি নেই কারো।