বাংলা জুড়ে জ্যান্ত অসুর! নেতার নিশানায় কে?

পুজোর কবিতা। ভাইরাল। পোস্ট বিজেপি নেতা অনুপম হাজরার। কবিতার ছত্রে ছত্রে রয়েছে নিশানা, আক্রমণ খোঁচা। দুর্নীতি থেকে ভাতা, সাধারণ মানুষের দুর্দশা থেকে কোটিপতি নেতা-সবই ছুঁয়েছে কলম।

author-image
Pallabi Sanyal
New Update
asa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :  দুর্নীতি! চাকরি চুরি! কয়লা পাচার! গরু পাচার! রাজ্য জুড়ে তোলপাড়। আর এবার এসব নিয়েই লেখা হল কবিতা। তবে কবি কে, তার নাম জানা না গেলেও কবিতাটি মিলেছে বিজেপি নেতা অনুপম হাজরার পোস্টে। প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করতে থাকেন অনুপম। তার পোস্ট মানেই থাকবে রঙ্গ, থাকবে ব্যঙ্গ, আবার থাকবে কটাক্ষও। রবিবার পোস্ট করলেন এক লম্বা কবিতা। যেখানে রাজ্যে বেকারত্ব থেকে কারখানার বন্ধ দরজা, দুর্নীতির উল্লেখ রয়েছে। সামনেই দুর্গাপুজো। মায়ের মর্ত্যে আগমনের আগে তুলে ধরা হয়েছে লক্ষ্মী-কার্তিক,গণেশ, সরস্বতীদের বাস্তব চিত্র। 
কবিতার প্রথমেই রয়েছে চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে খোঁচা। মেধা থাকা সত্ত্বেও যোগ্য চাকরি না পাওয়া থেকে জনপ্রতিনিধিদের কোটিপতি হওয়া, কারখানা বন্ধ থেকে অর্থনৈতিক কারণে অল্প বয়সে মেয়েদের বিবাহ, কবিতার প্রতি ছত্রে রয়েছে উল্লেখ। কবিতায় লেখা হয়েছে, ''আয় মা উমা দশভূজা, দেখ মা এসে ঘরে, বি এড করা কার্তিক তোর,ঘুগনি ফেরী করে। এস এস সিতে পাশ করেও বেকার সরস্বতী,আর আঙ্গুঠা ছাপ নেতা গুলো আজকে কোটিপতি।গনেশ কাঁদে খিদের জ্বালায়,কারখানাতে তালা,কম বয়সেই লক্ষ্মী দিল,বরের গলায় মালা।'' 
দশভূজার ত্রিশূলের নিশানায় মহিষ থাকলেও বাংলা জুড়ে জ্যান্ত অসুরদেরও উল্লেখ রয়েছে কবিতায়। কটাক্ষ করা হয়েছে শাসককেও। লেখা হয়েছে, ''মহিষাসুর মেরেই মা তুই রণে হলি ক্ষান্ত,দেখিস নাকি বাংলা জুড়ে কত্ত অসুর জ্যান্ত ।'' দুর্নীতির অভিযোগে রাজ্যের অনেক নেতা-মন্ত্রী প্রভাবশালীই এখন হাজতবাস করছে।  খোঁচা দিয়ে লেখা হয়েছে, ''জনগনের রক্ত চুষেই,বাড়ছে ওদের বল,প্রতিশ্রুতির মুচকি হাসি আসলে সব খল। ভাতের বদল ভাতা এখন রাজ্য চলে দানে, দুর্নীতিবাজ অসুর গুলো ছড়িয়ে সকল খানে। আরেকটিবার তোল মা হাতে ত্রিশুল খানি তোর,মহিষ না মা,লক্ষটা হোক, কয়লা,গরু,চাকরি চোর।''

 

 

hiring.jpg