কোনও বয়সের মহিলাকে থানায় ডাকতে পারে না পুলিশ! হুঁশিয়ারি বিজেপি নেত্রীর

অগ্নিমিত্রা পাল টুইট করে বলেছেন, কোনও বয়সের মহিলাকে থানায় ডাকতে পারে না যতক্ষণ না সেই ব্যক্তি তার ইচ্ছামতো যেতে চায়।

author-image
Probha Rani Das
New Update
agnimitraa paull.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল টুইট করে বলেছেন, “ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা ২০২৩ এর অধীনে, পুলিশ ১৫ বছরের কম বয়সী বা ৬০ বছরের বেশি বয়সী কোনও পুরুষ এবং যে কোনও বয়সের মহিলাকে থানায় ডাকতে পারে না যতক্ষণ না সেই ব্যক্তি তার ইচ্ছামতো যেতে চায়। 

agnimitraaw2.jpg

কিন্তু সম্প্রতি আমরা দেখেছি কলকাতা পুলিশ ষাটোর্ধ্ব নারী ও পুরুষদের লালবাজারে ডেকে এনেছে। ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা (বিএনএসএস) তা অনুমোদন করে না। তাহলে কোন্ আইনে এই লোকগুলোকে লালবাজারে ডেকে আনছমিঃ বিনীত গোয়েল, একটু পরিষ্কার করে বলবেন?”