BREAKING: কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার বাংলার ৩২ জন বিজেপি নেতানেত্রীর ! কড়া সিদ্ধান্ত হাইকমান্ডের

কেন এই সিদ্ধান্ত নিল বিজেপি ?

author-image
Debjit Biswas
New Update
modi shahss.jpg

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিজেপির প্রায় ৩২ জন নেতানেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। এই তালিকায় রয়েছেন গত লোকসভা নির্বাচনে পরাজিত বেশকিছু প্রার্থী থেকে শুরু করে একাধিক জেলা সভাপতি। এই তালিকায় রয়েছে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লার নাম। বেশকিছু দিন ধরেই দলে থেকে বেসুরো গাইছিলেন জন বার্লা। তার শাস্তি হিসেবেই তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়াও এই তালিকায় রয়েছে শঙ্কুদেব পণ্ডা, অভিজিৎ দাস ববি সহ একাধিক উল্লেখযোগ্য নাম। 

BJP CANDIDATE