নিজস্ব সংবাদদাতা: শেষ দফার ভোট গ্রহণ পর্ব শুরু হতে না হতেই কাশীপুরে তৃণমূলের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠলো। খাস কলকাতা শহরের কাশীপুর এলাকায় বিজেপির বুথ এজেন্টকে ভোট গ্রহণ কেন্দ্রে বসতে দেওয়া হচ্ছেনা।
এমনটাই অভিযোগ উঠে এলো স্থানীয় বিজেপির তরফ থেকে। বিজেপি প্রার্থী তাপস রায় দাবি করেছেন, "যাঁরা ভোট দিতে বেরিয়েছিলেন, তাঁদের বাধা দেওয়া হয়েছিল বলে শুনেছি। এই ব্যাপারে পুলিশকেও জানিয়েছি।"
তৃণমূল কর্মী-সমর্থকরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। পরবর্তীতে তাদের সঙ্গে উত্তর কলকাতার বিজেপি প্রার্থীর সংঘাতের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।