২১ জুলাই: ভেস্তে যাবে TMC- র প্ল্যান? খেলে দিলেন শুভেন্দু অধিকারী

২১ জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে প্রতি বছর কলকাতায় কর্মসূচি পালন করে তৃণমূল। কিন্তু এবার কর্মসূচি শান্তিপূর্ণ হবে কিনা সেই প্রশ্ন দেখা দিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কারে।

author-image
Anusmita Bhattacharya
New Update
SUVENDU.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ পঞ্চায়েত ভোটে হওয়া সন্ত্রাসের বিরুদ্ধে কলকাতায় মিছিল করে বিজেপি। তার নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার প্রমুখ। মঞ্চ থেকেই ২১ জুলাই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। ভোট দিতে না পারার দাবিতে প্রতিবাদ কর্মসূচি হবে ওই দিন। আবার সেইদিন শহীদ দিবস উপলক্ষ্যে ধর্মতলায় বড় জমায়েতের আয়োজন করছে তৃণমূল। তাই বড় গন্ডগোলের আশঙ্কা রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন যে মনোনয়ন পর্ব থেকে গণনা পর্যন্ত ত্রিস্তরীয় লুট হয়েছে যা অষ্টম আশ্চর্য। তাঁর অভিযোগ, পুলিশ ও বিডিওরা শাসক দলকে জেতাতে অবৈধ পন্থার আশ্রয় নিয়েছেন।