নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আগামীকাল মানিকতলা-সহ রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে মঙ্গলবার অর্থাৎ আজ সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একটি অডিও প্রকাশ করে কুণালের দাবি, তাঁকে ফোন করেছিলেন বিজেপি প্রার্থী। উপনির্বাচনে তাঁকে সাহায্য করার আবেদন জানান। একইসঙ্গে তৃণমূল নেতার অভিযোগ, ভোটে সাহায্য করলে ক্রীড়া ক্ষেত্রে তাঁকে পদ পাইয়ে দেওয়ার কথা বলেছেন কল্যাণ। কুণালের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "৭ জুলাই রবিবার রাত সাড়ে এগারোটায় আমাকে ফোন করেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। আমাকে অনুরোধ করেন, তাঁকে সহযোগিতা করার জন্য। তিনি জানেন যে আমি তৃণমূলের নির্বাচন কমিটির আহ্বায়ক। যদিও আমি তর্কের খাতিরেও ধরে নিই যে প্রতিপক্ষের কাছে সাহায্য চাওয়া গণতন্ত্রের সৌজন্য। AIFF-র সভাপতি কল্যাণ চৌবে আমাকে প্রস্তাব দেন যে তাঁকে নির্বাচনে সাহায্য করলে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য কিংবা জাতীয় স্তরে পদ পাইয়ে দেবেন। এটা তো একধরনের ঘুষ। এটা কী রাজনীতি?"