নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশিদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম তোলার আহ্বান জানান তৃণমূলের এক নেত্রী। তিনি বলেন, তৃণমূল চায় না, একটা ভোটও নষ্ট হোক। বারাসাতে তৃণমূল নেত্রীর এই ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও-এর প্রেক্ষিতে তৃণমূল ওই নেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।
বারাসাতে তৃণমূলের নেত্রী বলেন, এখানে অনেক বাংলাদেশি রয়েছেন। লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। আর তিনমাস পরেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। যদি রাজ্যের ভোটার তালিকায় কারও নাম তুলতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তাঁরা জাকিরদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি প্রকাশ পেতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ভাইরাল হতে অস্বস্তিতে তৃণমূল।