ভগবান রাম, শাস্তিযোগ্য অপরাধ, গ্রেফতার! পোস্ট করল BJP

ভগবান রামকে সমর্থন করা পশ্চিমবঙ্গে শাস্তিযোগ্য অপরাধ, সোশ্যাল মিডিয়ায় এই দাবি করল বঙ্গ বিজেপি। কিন্তু কেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
ayodhyaram.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বীরভূমের রামপুরহাটে এসএফআইয়ের সভায় নেত্রী দীপ্সিতা ধরের মন্তব্যকে কেন্দ্র করে চড়ল পারদ। নেত্রীর ভাষণের আপত্তি করায় যুবককে ঘিরে ধাক্কাধাক্কি। এই নিয়ে এবার সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিল বিজেপি। X হ্যান্ডেলে তাদের দাবি, 'ভগবান শ্রী রামের মন্দির নিয়ে একজন সিপিআইএম নেতার অবমাননাকর মন্তব্য ভিন্নমতের জন্ম দিয়েছে। একজন সাধারণ নাগরিক তার মতবিরোধ প্রকাশ করেছে। আশ্চর্যজনকভাবে, সিপিআইএম সমর্থকরা ভিন্নমতের উপর আক্রমণ করে এবং এখন মমতার পুলিশ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।পশ্চিমবঙ্গে, ভগবান রামের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করার ফলে কি মমতার পুলিশের দ্বারা গ্রেফতার হয়? ভগবান রামকে সমর্থন করা কি রাজ্যে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত?'