নিজস্ব সংবাদদাতা: পিংলায় বিজেপি কর্মীর মৃত্যুকে নিয়ে রাজনীতি উত্তপ্ত। মমতা সরকারকে আক্রমণ করল বঙ্গ বিজেপি।
X হ্যান্ডেলে বিজেপি লেখে, 'পশ্চিমবঙ্গে আইনের শাসনের ধারণা প্রায় নেই বললেই চলে। গতকাল, পশ্চিমবঙ্গের পাপড়া অঞ্চলে, পিংলা বিধানসভার ৮০ নম্বর বুথের বিজেপির সক্রিয় কর্মী শান্তনু ঘোরাইককে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা খুন করেছে। তাকে ধানক্ষেতে ফেলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের শাসনের অধীনে, একটি শাসন প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ভিন্নমতের জীবন ক্ষমতায় থাকা ব্যক্তিদের ইচ্ছার অধীন। পশ্চিমবঙ্গের জনগণ আগামী নির্বাচনে উপযুক্ত গণতান্ত্রিক উপায়ে এই সহিংসতার জবাব দেবে'।