বিশাল বড় খবর: বিশ্বে মমতার সরকারের জয়জয়কার!

পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব স্বীকৃত ব্র্যান্ড তৈরি করা হয়েছে যার নাম 'বিশ্ব বাংলা' ব্র্যান্ড। এই লোগোর মাধ্যমে এখন রাজ্য সরকারের সব দফতরের ও প্রকল্পগুলির কাজকর্ম হয়।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
mamatabiswa

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal State Government) নিজস্ব স্বীকৃত ব্র্যান্ড তৈরি করা হয়েছে যার নাম 'বিশ্ব বাংলা' ব্র্যান্ড। এই লোগোর মাধ্যমে এখন রাজ্য সরকারের সব দফতরের ও প্রকল্পগুলির কাজকর্ম হয়। এবার মুখ্যমন্ত্রী মমতার স্বপ্নপূরণ হচ্ছে। ১৪৩০ বঙ্গাব্দের প্রথম দিন অর্থাত্‍ পয়লা বৈশাখ থেকেই ভারতের বাইরে প্রথম পা রাখছে 'বিশ্ব বাংলা' ব্র্যান্ড। পণ্যের প্রচারের জন্য প্রথম অংশীদার হিসেবে যোগ দিয়েছে ব্রিটেনের(Britain) জনপ্রিয় বাঙালি সংগঠন (Bengali Organization) 'Heritage Bengal Global' (HGB)। ফলে লন্ডনের (London) বুকে যাত্রা শুরু করতে চলেছে 'বিশ্ব বাংলা' ব্র্যান্ড (Biswa Bangla Brand)। ২২ এপ্রিল সেখানকার সালভাটোরিয়ান কলেজে প্রথম 'বিশ্ব বাংলা'-র সামগ্রী প্রদর্শিত হবে।