তৃণমূলের মেগা সমাবেশে বিরিয়ানি না মাংস-ভাত ? কি খেতে চায় কর্মীরা ?

শহিদ সমাবেশকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় মহানগরীতে।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ২১ শে জুলাইয়ের সমাবেশ। সারা বাংলা এই দিন কলকাতায় এসে হাজির হয়। এদিন পালিত হয় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। প্রথা অনুযায়ী এই দিন তৃৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের ডিম ভাত খাওয়ানো হয়। তবে এই খাওয়ার মেন্যু নিয়েই এক সমর্থককে জিজ্ঞেস করা হয়েছিল যে, বিরিয়ানি নাকি মাংস ভাত কিসে মন ভরে ? 

Martyr's Day July 21: বিরিয়ানি না মাংস-ভাত? তৃণমূলের সভায় মনটা বড্ড টানে কোনটা? সটান উত্তর যুবকের

উত্তরে সেই সমর্থক জানান যে, '' আমাদের জন্য মাংস ভাতই ভালো। কত দূর থেকে কলকাতায় এসেছি। বিরিয়ানি খেলে যদি পেট খারাপ হয় ? তখন এখানে কী করব? তাই মাংস-ভাতই ঠিকঠাক। '' 

21 July: একুশের মঞ্চ থেকেই ছাব্বিশের সুর বাঁধবেন তৃণমূল সুপ্রিমো? মুখিয়ে  কর্মীরা - Bengali News | TMC will dedicate its electoral performance in the  Assembly elections to the July 21 ...

তবে বলা বাহুল্য যে, এইম সমাবেশে নিরামিষ খাবারও রান্না হয়। যেমন, ডাল, সবজি, পাপড় এবং যে কোনও একটি তরকারি। 

Adddd