নিজস্ব সংবাদদাতাঃ ২১ শে জুলাইয়ের সমাবেশ। সারা বাংলা এই দিন কলকাতায় এসে হাজির হয়। এদিন পালিত হয় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। প্রথা অনুযায়ী এই দিন তৃৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের ডিম ভাত খাওয়ানো হয়। তবে এই খাওয়ার মেন্যু নিয়েই এক সমর্থককে জিজ্ঞেস করা হয়েছিল যে, বিরিয়ানি নাকি মাংস ভাত কিসে মন ভরে ?
উত্তরে সেই সমর্থক জানান যে, '' আমাদের জন্য মাংস ভাতই ভালো। কত দূর থেকে কলকাতায় এসেছি। বিরিয়ানি খেলে যদি পেট খারাপ হয় ? তখন এখানে কী করব? তাই মাংস-ভাতই ঠিকঠাক। ''
তবে বলা বাহুল্য যে, এইম সমাবেশে নিরামিষ খাবারও রান্না হয়। যেমন, ডাল, সবজি, পাপড় এবং যে কোনও একটি তরকারি।