সপ্তাহের শেষে সারাদিন বৃষ্টি! আজকের আবহাওয়ার তাজা আপডেট এল এখনই

কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?

author-image
Anusmita Bhattacharya
New Update
NYMTUHFJGYIUI

নিজস্ব সংবাদদাতা: অবশেষে বীরভূমে বর্ষা ঢুকছে। আলিপুর আবহাওয়া দফতর যে দাবি করেছিল সেই অনুযায়ী একেবারে সপ্তাহান্তেই বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে আর তার মধ্যেই পড়েছে বীরভূম। 

rain photography

২৯ জুন শনিবার সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমে। এর ফলে অল্প হলেও কমতে পারে তাপমাত্রা। আজ বীরভূমের সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও  সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সকাল থেকে মেঘলা আকাশ দেখতে পাবেন আর দফায় দফায় হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বিকেলের দিকে বাড়তে সরে বৃষ্টির পরিমাণ। 

Adddd