নিজস্ব সংবাদদাতা: জ্বর নিয়েই উত্তরবঙ্গে গিয়েছিলেন বিমান বসু। অবস্থা গুরুতর হওয়ায় রাতে কলকাতায় তিনি পা রাখতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হাসপাতাল থেকে জানা গিয়েছে যে তাঁর শারীরিক পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক ডোজ দেওয়া হয়েছে এই নেতাকে। জানা গেল যে ফুসফুসে সংক্রমণ হয়েছে। আজ হবে রক্ত পরীক্ষা।
তিনদিন ধরেই নাকি জ্বরে ভুগছেন বিমান বসু। তবুও দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যান তিনি। ট্রেনেই ঠান্ডা হাওয়া লেগে যাওয়ায় অসুস্থতা বেড়ে যায় তাঁর। জ্বর নিয়েই কর্মসূচিতে যোগ দেন তিনি। ফেরার সময় মালদহে আবার গুরুতর অসুস্থ হন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার বদলে চাইছিলেন যাতে আলিমুদ্দিনের কার্যালয়েই করা হয় চিকিৎসা। কিন্তু কলকাতা যেতেই পরিস্থিতি বিবেচনা করে শেক্সপিয়র সরণির হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় তাঁকে।