নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কার্যত উত্তাল হয়ে ওঠে বিধানসভা। রাজ্যের বিভিন্ন দফতরে দুর্নীতির অভিযোগে বিজেপির আলোচনা প্রস্তাব খারিজ হয়ে যায়। এরপরেই বিজেপি বিধায়করা বিধানসভাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় তাঁদের হাতে পোস্টার ছিল। বিক্ষোভ দেখানোর পর বিজেপি ওয়াক আউট করেন। দুর্নীতির ইস্যুতে বিজেপি বিধানসভা মুলতুবি রাখতে চায়। বিজেপির প্রস্তাবে সাড়া দেননি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে প্রস্তাব পাঠের অনুমতি দেন। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গলির মোড়ে যেভাবে চিৎকার করা যায়, তা বিধানসভায় করা যায় না।