'কলকাতাজুড়ে জমায়েতে নিষেধ, ঘুরপথে মমতা কার্নিভাল বেআইনী'! যেতে মানা করলেন CPIM নেতা

কার্নিভাল নিয়ে এই নেতার বিশেষ দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
BIKASH.jpg

 নিজস্ব সংবাদদাতা: আজ সরকারের পক্ষে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। এদিকে রয়েছে ডাক্তারদের দ্রোহ কার্নিভাল। ফলে কলকাতাজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ফলে ১৬৩ ধারা জারি করা হয়েছে জমায়েতের বিরুদ্ধে। এই নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 

বিকাশ রঞ্জন ফেসবুকে লেখেন, কলকাতা পুলিশ কমিশনার গোটা কলকাতা জুড়ে জমায়েতের বিধি নিষেধ জারি করলেন। তাহলে সরকারি কার্নিভাল ও বেআইনী । যারা ভাবছিলেন দিদির কার্নিভালে যাবেন তাঁরা বেআইনী কাজ করতে ওখানে যাবেন না। রাজ্য সরকার নিজেরাই বেআইনী কাজ করতে উৎসাহিত করছেন কি? পুলিশ কমিশনার নিজে কোন অধিকার বলে একাংশের মমতা পোষিত মানুষকে আইন ভঙ্গ করতে উৎসাহিত করেন? প্রকৃত পক্ষে ঘুরপথে মমতা কার্নিভাল বেআইনী ঘোষিত হল।

এদিকে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা ১৬৩ ধারা চ্যালেঞ্জ করে জুনিয়র ডাক্তারদের আইনজীবীরা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। আইনজীবীরা প্রধান বিচারপতি রবি কিষাণ কাপুরকে ই-মেল করে এই মামলাটি তুলে ধরেন। বিশেষ বেঞ্চের মাধ্যমে এই মামলাটির শুনানি করা হবে।