কয়লা পাচারকাণ্ড: অবশেষে মিললো জামিন!

কয়লা পাচারকাণ্ডে বড় মোড়। অভিযুক্ত বিকাশ মিশ্রকে জামিন দিল আদালত। ৪ দিনের হেফাজত শেষে পেলেন জামিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
vikash

নিজস্ব সংবাদদাতাঃ কয়লা পাচারকাণ্ডে (Coal Scam Case) বিকাশ মিশ্রকে (Bikash Mishra) জামিন (Bail) দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Asansol Special CBI Court) তবে সেটা শর্তসাপেক্ষে। কলকাতা হাইকোর্ট বিকাশকে আগেই জামিন দিয়েছে। সেই শর্তই বজায় রেখেই তাঁকে জামিন দেওয়া হল। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে (CBI Custody) পাঠায় আদালত। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে তোলা হয়। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন অনুমোদন করেন। কয়েক মাস আগে বিকাশকে কয়লা পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিকে হেফাজতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করে সিবিআই। কয়লা পাচারকাণ্ডে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন বিকাশ।