DA ২০%, সব সরকারি কর্মী পাবেন না! জুলাইয়ে কি আপনার অ্যাকাউন্টে ঢুকছে টাকা?

আপনার পকেটেও কি ঢুকবে এই মহার্ঘ্য ভাতার টাকা?

author-image
Anusmita Bhattacharya
New Update
money women.jpg

নিজস্ব সংবাদদাতা: সরকারি কর্মীদের জন্য বড় খবর। এবার থেকে ২০% বেশি হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। তবে খারাপ খবর এটাই যে সব কর্মী এর আওতায় আসবেন না। অর্থাৎ ২০% হারে যে টাকা জুন মাসের শেষে কর্মচারীরা পাবেন, সে টাকা সবার জন্য নয়।

DA.JPG

রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে যে হারে ডিএ পাচ্ছেন, তার থেকে ২০% বেশি হারে কেবল একটি মাসের জন্য ডিএ দেওয়া হবে। পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতনভুক কর্মীদের জন্য ২০২৪ সালের ১ মে থেকে বর্ধিত ডিএ অর্থাৎ ১৬১% ডিএ কার্যকর হয়ে যাবে। লোকসভা ভোটের পর জানানো হয় যে ২০২৪ সালের এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে সব কর্মচারীদের জন্য। তাই পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীরাও ১০% বাড়তি ডিএ পাবেন। 

Add 1