নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। চলতি বছর ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া DA মিটিয়ে ফেলতে হবে। কিন্তু তারপরেও মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালত ঠিক কী রায় দেয়, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। জুলাই মাসে বকেয়া মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে জুলাই মাসেই হয়তো বড় কোনও নির্দেশ দিতে পারে সর্বোচ্চ আদালত। এখন এই আশাতেই বুক বাঁধছেন সরকারি কর্মীদের একাংশ।