কোনোভাবেই “না” করতে পারবেন না

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নজরদারিতে শিক্ষক ঘাটতি মেটাতে বড় সিদ্ধান্ত। পরীক্ষাকেন্দ্র সংলগ্ন পার্শ্ববর্তী স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে নজরদারির দায়িত্ব। বাধ্যতামূলকভাবে তাদের নজরদারির দায়িত্ব পালন করতে হবে। পার্শ্ববর্তী স্কুলগুলি থেকে যাদের দায়িত্ব দেওয়া হবে তারা কোনোভাবেই “না” করতে পারবেন না।

ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত

বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের নির্দেশিকা পাঠালো মধ্যশিক্ষা পর্ষদ।নিয়োগ দুর্নীতি কান্ডে চাকরি বাতিলের জন্য একাধিক জায়গায় শিক্ষক সংকট রয়েছে। সেই ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত|