নিজস্ব সংবাদদাতা : স্মার্ট সিটি কলকাতার বুকে বহু বছর ধরে চলছে হলুদ ট্যাক্সি। আধুনিকতার- উন্নত প্রযুক্তির ছোঁয়ায় এবার স্মার্ট সিটির হলুদ ট্যাক্সি হতে চলেছে আরো স্মার্ট। আর মিটারে নয়, হলুদ ট্যাক্সি এবার থেকে চলবে অ্যাপে। যেভাবে ক্যাব বুক করা হয়, সেই ভাবেই হলুদ ট্যাক্সি বুক করলেও তা হাজির হবে আপনার দুয়ারে। বিভিন্ন সময়ে মিটারের তুলনায় বেশি ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে চালকদের বিরুদ্ধে। যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। এবার সেই সমস্যা দূর হতে চলেছে। অগাস্টেই আসছে ‘যাত্রী সাথী’। এই অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে হলুদ ট্যাক্সি। প্রাথমিক ভাবে শহরের কয়েকটি এলাকায় এই অ্যাপটি চালু করা হয়েছে পরীক্ষামূলক ভাবে। আগস্ট মাস থেকে অ্যাপটিকে বাণিজ্যিক ভাবে চালু করা হবে।