নিজস্ব সংবাদদাতা: সিলেবাস বদল হওয়ার পাশাপাশি সম্পূর্ণ বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের ধরন। কোন ধরনের প্রশ্নের জন্য কত নম্বর থাকবে, সেই তালিকা প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের সঙ্গে সাযুজ্য রেখে বানানো হবে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন।
আগেই সংসদের তরফে জানানো হয় যে এবার সেমেস্টার সিস্টেমে হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার জন্য তৈরি হয়েছে নতুন সিলেবাস। উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ সহজ প্রশ্ন আসবে, ৩০ শতাংশ বুদ্ধিদীপ্ত প্রশ্ন আসবে আর ২০ শতাংশ তুলনামূলক কঠিন প্রশ্ন পাবে পড়ুয়ারা। ৪ ধরনের নতুন প্রশ্ন আনা হচ্ছে।