নিজস্ব সংবাদদাতা: আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এখন সিবিআইয়ের তদন্তের অধীনে। অতীত বলছে কলেজে পড়ার সময় থেকেই সহপাঠীদের মধ্যে তাকে নিয়ে বিশেষ সুনাম ছিল না। কারো সঙ্গেই তেমন বনিবনা ছিল না আলুর, বলেই দাবি করেছেন সহপাঠীরা। 'আলু' কলেজে সন্দীপ ঘোষের ডাক নাম ছিল।
তাদের অভিযোগ মহিলাদের প্রতি অতিরিক্ত দুর্বল ছিলেন তিনি কলেজের সময় থেকেই। তাই অনেকে তার প্রতি বিরক্ত ছিল। এখন এই ধরনের জঘন্য অপরাধে তাদের এই বিশেষ সহপাঠীর নাম জড়ানোয় আলুর পুরনো দোষ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন সহপাঠীরা।
শুক্রবার আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে নিতে চাইল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। সন্দীপ ঘোষকে গুজরাতের গান্ধীনগরে নিয়ে গিয়ে নারকোঅ্যানালাইসিস টেস্ট করতে চেয়ে শুক্রবার আদালতে আবেদন করল সিবিআই। অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টও করতে চায় তারা। সিবিআই দাবি করেছে যে এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হলেও দিল্লির CFSL-এর রিপোর্ট অনুযায়ী সেই বক্তব্যে নাকি বেশ কিছু 'অসঙ্গতি' মিলেছে।