নিজস্ব সংবাদদাতা: বিধাননগর ট্রাফিক ব্যবস্থা সামগ্রিকভাবে ভেঙে পড়েছে। ট্রাফিক পুলিশের আধিকারিকরা রাস্তায় রাস্তায় যানজটবিহীন স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ। অবশেষে ময়দানে নামেন কলকাতা পুলিশের কর্মীরা এবং ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার সূর্য প্রতাপ যাদব। এর পাশাপাশি বেলেঘাটা ট্রাফিক গার্ডের আধিকারিকরাও বিধাননগর পুলিশের এখতিয়ারের ভিতরে যানবাহন চলাচল সুষ্ঠুভাবে পরিচালনায় এগিয়ে আসেন।
সল্টলেকের চারটি থানার মধ্যে একটিতেও কোনও পুলিশ কর্মী ছিল না বললেই চলে এবং আজ কিছু ছোটোখাটো ঘটনা ঘটলেও পুলিশ তার নাগাল পায়নি আর না তার সমাধান করতে পেরেছে। ডেপুটি কমিশনার ইন্দিরা মুখার্জি এবং বিশপ সরকার দুজনের মধ্যে কারুর সঙ্গেই যোগাযোগ করা যায়নি এবং থানায় তাঁদের অধীনস্ত কর্মীরা দাবি করেছেন যে তাঁরা এই বিষয়ে কিছুই জানেন না।