‘নিখোঁজ’ পুলিশ কর্তা, হুলুস্থুলু কাণ্ড

অস্বস্তিতে বিধাননগর থানার পুলিশ।

author-image
SWETA MITRA
New Update
bidhan traffic 1.jpg


 নিজস্ব প্রতিনিধি: বিধাননগরের পাঁচ নম্বর সেক্টরে সড়ক দুর্ঘটনার পর এক সিনিয়র ট্র্যাফিক পুলিশ অফিসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মাকে না জানিয়ে হাওড়ার বেলুড়ে নিজের বাড়িতে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে নবদিগন্তের ট্র্যাফিক ইন্সপেক্টর গৌতম পালের বিরুদ্ধে। কয়েকদিন আগের ঘটনা। এই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছিল।  

hiring 2.jpeg

অভ্যন্তরীণ এক রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ট্রাফিক ইন্সপেক্টর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তদন্তে জানা যায় যে অনুমতি ছাড়াই হাওড়ায় নিজের বাড়িতে চলে যান গৌতম পাল।

hiring1.jpg

নবদিগন্ত ট্র্যাফিক অফিসে কর্মরত পুলিশ কর্মীদের মতে, বর্তমানে বিধাননগর ট্র্যাফিক পুলিশে কর্মরত একজন সিনিয়র অফিসারের প্রিয় হিসাবে পরিচিত ইন্সপেক্টর গৌতম পাল নাকি সেক্টর ৫, কলেজ মোড় এবং আশেপাশের এলাকায় প্রচুর যানজট সত্ত্বেও রাস্তায় খুব নামতেন। এই এলাকাগুলিতে ট্র্যাফিক সামাল দিতে এবং মানুষের হয়রানি রুখতে বেশিরভাগ সময়েই ময়দানে নামেন কনস্টেবলরা এবং অন্যান্য সিনিয়র আধিকারিকরা।