ব্রেকিং: মুকুল রায় 'ভ্যানিশ'! দিল্লি ছুটলো বিধাননগর কমিশনারেটের দল

ছেলেকে না জানিয়ে দিল্লি গেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়? গতকাল সন্ধ্যায় বিমানবন্দরে যান তিনি। সেখান থেকে নিরাপত্তারক্ষীদের বাইরে রেখে একা ঢুকলেন ভেতরে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mukulroy

মুকুল রায়

নিজস্ব সংবাদদাতা: ছেলেকে না জানিয়ে দিল্লি গেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy)? গতকাল সন্ধ্যায় বিমানবন্দরে যান তিনি। সেখান থেকে নিরাপত্তারক্ষীদের বাইরে রেখে একা ঢুকলেন ভেতরে। আর এদিকে আবার মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy) বাবার 'অন্তর্ধান রহস্য' নিয়ে পুলিশের দ্বারস্থ হন। মুকুলের পুত্রের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু করা হয়েছে। এবার দিল্লি রওনা দিলো বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Commissionerate) বিশেষ দল।