নিজস্ব সংবাদদাতা: দীপাবলির এক দিন আগে, অর্থাত্ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালন করা হয়। এই দিনটি কালী মাকে উত্সর্গ করা হয়, যেখানে রাতে কালী মায়ের বিশেষ পুজো করার নিয়ম রয়েছে। বিশেষ করে বাংলায় এটি মা কালীর জন্মদিন হিসেবে পালন করা হয়। আজ ১১ নভেম্বর পালিত হবে ভূত চতুর্দশী বা ছোটি দিওয়ালি। সেদিন ঘরে ঘরে ১৪টি করে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। এদিন অতৃপ্ত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে বলে মনে করা হয়। ভূত চতুর্দশী অনেক জায়গায় নরক চতুর্দশী নামেও পরিচিতি লাভ করেছে। ওই দিন কিছু কাজ করতে নেই।
পুরনো জুতো জামা কাপড় ইত্যাদি ফেলে দিতে হবে, কারণ এগুলোও অশুভ বলে মনে করা হয়। ভাত খাবার পর জায়গাটি ভালো করে মুছে দেবেন আর পারলে ধুয়ে দিন, কারণ এটিও অশুভ লক্ষণ।
বন্ধ ঘড়ি কখনোই বাড়িতে রাখা উচিত নয়। যদি ব্যাটারি পাল্টে দিলে ঘড়িটি চলে তাহলে ঘড়িটির ব্যাটারি পাল্টে দিতে হবে। কারণ এটি অশুভ লক্ষণ।
টিপ টিপ করে অর্থাত্ ফোঁটা ফোঁটা জল পড়ছে এমন কল বাড়িতে রাখা ঠিক না। যত শীঘ্র সম্ভব নতুন কল লাগিয়ে পুরনো কলটি পাল্টে দিতে হবে।
ভাঙা বা ফেটে যাওয়া আয়নায় মুখ দেখবেন না কারণ এটিও অশুভ হতে পারে।