নিজস্ব সংবাদদাতা: অর্জুন সিং-সোমনাম শ্যাম লড়াই নতুন কিছু নয়, ভাটপাড়ার চর্চিত এক অধ্যায়। আর আজ বনধের দিনে ফের শিরোনামে উঠে এলো এদের দুজনের লড়াই। আজ সকালেই অর্জুন সিং অভিযোগ করেছিলেন, তাঁর দলের কর্মী সমর্থকদের ওপর তৃণমূলের কর্মী সমর্থকেরা হামলা চালায়। যার জন্যে তাঁদের দলের দু’জন কর্মী গুরুতর আহত হয়েছেন। এরপরই এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া।
এরই মধ্যে বনধের দিন মেঘনা মিল বন্ধ করতে জোর করলে ঘোষপাড়ারই ঐ মিলের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। সোমনাথ শ্যাম অভিযোগ করে বলেন, মেঘনা জুটমিলের শ্রমিকরাই অর্জুন সিং-কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তারা মিল বন্ধ করতে রাজি না হওয়ায় অর্জুনের সমর্থকদের সাথে সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। তাতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি এমন জায়গাতেই পৌঁছায় যে কমব্যাট ফোর্সকে নামতে হয় পরিস্থিতি সামাল দিতে।
অর্জুন সিং সেখানে দাঁড়িয়েও ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এদিন। তিনি বলেন, ‘আমাকে ৫ মিনিট ছেঁড়ে দিন। আমি সমস্ত জমায়েত সরিয়ে দিচ্ছি। আমি জানি কীভাবে জমায়েত সরাতে হয়’। এলাকায় এখনও রয়েছে উত্তেজনা।