নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে উঠে এল ভারত সেবাশ্রম সংঘ। আবারও এই সংঘ এমন কাজ করে ফেলল যা দেখে চমকে গিয়েছেন সকলে। আজ ২৭ নভেম্বর অর্থাৎ সোমবার ভারত সেবাশ্রম সংঘের তরফে ডায়মণ্ড হারবার রোড পার্শ্বস্থ জোকায় ৩০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। আর এই হাসপাতালের শুভ উদ্বোধন করেছেন সংঘের প্রধান। আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন সংঘের সভাপতি স্বামী মাধবানন্দ, ভাইস প্রেসিডেন্ট স্বামী পূর্ণাত্মানন্দ, স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ মহারাজ, হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, বহু চিকিৎসক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। এই হাসপাতালে জরুরী বিভাগ সহ অন্যান্য অনেক বিভাগের শুভ সূচনা হল। সংঘের প্রধান তাঁর সংক্ষিপ্ত ভাষণে এই হাসপাতালের মাধ্যমে সমাজের সবরকম বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষের সু চিকিৎসার কথা তুলে ধরেন। আজ এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।