নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার নিউটাউনে দুই দিনের জন্য শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্যে সপ্তমবারের মতো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হতে চলেছে। রাজ্যে লগ্নি আনতেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তো হচ্ছে বছরের পর বছর। বাস্তব পরিস্থিতি কী? আদৌ রাজ্যে কোনও লগ্নি হয়নি বলে বিরোধীরা মন্তব্য করেন। অন্যদিকে, কুণাল ঘোষ বলেন, আগে ছ'বার বিশ্ববঙ্গ সম্মেলন হয়েছে। সেখানে প্রায় ১৫ লক্ষ ৭৪ হাজার ৭৯২ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। কিন্তু কতটা বাস্তবে পরিণত হয়েছে, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি কুণাল ঘোষ।