শিল্পের নামে করের টাকায় মোচ্ছব ... কী বললেন সরকারি কর্মীরা

তীব্র ভাষায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিরোধিতা করলেন সরকারি কর্মীরা। তাঁরা অভিযোগ করেন, শিল্পের নামে করের টাকায় মোচ্ছব করে বিবেকহীন। লগ্নির প্রস্তাব আসে রাজ্যের কাছে। কিন্তু লগ্নি আসে না।

author-image
Tamalika Chakraborty
New Update
bgbs.jpg

নিজস্ব সংবাদদাতা: ডিএ-য়ের দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনের আজ ৩০০ দিন। সেখান থেকেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের তীব্র বিরোধিতা করলেন সরকারি কর্মীরা। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয়দিনে রাজ্য সরকারকে কটাক্ষ করে সরকারি কর্মীরা বলেন, বিনিয়োগের যত বড় বড় প্রস্তাবই আসুক না কেন, তা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ। তাঁরা অভিযোগ করেছেন, এর আগে ছয় বার বাণিজ্য সম্মেলন হয়েছে। কিন্তু রাজ্যে আদৌ কি কোনও বিনিয়োগ এসেছে? বুধবার আন্দোলনকারীরা প্ল্যাকার্ড নিয়ে বসেন। সেখানে লেখা ছিল, 'শিল্পের নামে করের টাকায় মোচ্ছব করে বিবেকহীন।'