জালিয়াতি থেকে বাঁচবেন কীভাবে? পথ দেখাচ্ছে কলকাতা পুলিশ

কল্পনা করুন তো যে আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে একটি মেসেজ পেলেন। যেখানে লেখা রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ আপনি টাকা তোলেননি, তাহলে কেন এমন হল?

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
HACK.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক সময়ে জালিয়াতির ঘটনা দ্রুত বাড়ছে। পুলিশের তরফে বারবার সতর্ক করা হলেও অনেকেরই হুঁশ এখনও ফেরেনি। পুলিশ বারবারই বলছে, অচেনা কেউ ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা OTP চাইলে দেবেন না। 


সাম্প্রতিক সময়ে আরও এক প্রতারণা চক্র খুবই সক্রিয় হয়ে উঠেছে শহরে। একটা ভুলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উবে যেতে পারে হাজার হাজার টাকা। এই জালিয়াতি চক্রের নাম হল AePS। এই প্রতারণা চক্র থেকে কীভাবে বাঁচবেন জানেন? কলকাতা পুলিশের তরফে জানানো হচ্ছে, জালিয়াতি থেকে বাঁচার একমাত্র উপায় হলো, নিজের আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রাখা |  

১. Google Play app থেকে ' mAadhar App' টি ডাউনলোড করুন |

২. তারপর একটা চার ডিজিট এর কোড নিজে তৈরী করুন, তারপর নিজের আধার নং, ওখানে দেওয়া Captcha এবং আধার কার্ডের সাথে লিংক করা ফোন নং এ যাওয়া OTP ওখানে ইনপুট করুন |

৩. এরপর বায়োমেট্রিক lock অপশনে গিয়ে নিজের ফোন নং এ গিয়ে OTP এর মাধ্যমে বায়োমেট্রিক lock করুন |

এর পর যখনই আপনার বায়োমেট্রিক ব্যবহারের প্রয়োজন হবে, আপনার মোবাইল নং ই আসা OTP এর মাধ্যমে unlock করে নিজের কাজ করুন এবং ব্যাঙ্ক জালিয়াতি থেকে সতর্ক থাকুন |

বা উপরোক্ত পুরো বিষয়টাই আপনার ডেস্কটপে গিয়ে MyAadhar সাইটে গিয়ে সম্পন্ন করতে পারেন |