বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হতেই এর মাহাত্ম্য বোঝালেন শুভেন্দু অধিকারী

'বাংলা ভাষাকে এই সর্বোচ্চ স্বীকৃতি দেওয়ায় সারা বাংলার মানুষ আনন্দিত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
suvendu sad face

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হতেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এক্স হ্যান্ডেলে সেই কথা প্রকাশ করেছেন শুভেন্দু।

তাঁর কথায়, “মোদের গরব, মোদের আশা আ-মরি বাংলা ভাষা...”। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কে, ওনার নেতৃত্বাধীন ভারত সরকারের মন্ত্রিসভা আমাদের মাতৃভাষা আমাদের প্রিয় বাংলা ভাষাকে "ধ্রুপদী ভাষার" মর্যাদা দেওয়ার জন্য। দুর্গা পুজোর সময়ে এই ঘোষণা হওয়ায় এবং বাংলা ভাষাকে এই সর্বোচ্চ স্বীকৃতি দেওয়ায় সারা বাংলার মানুষ আনন্দিত”।

এর সাথেই শুভেন্দু লেখেন, “এই স্বীকৃতির ফলে বাংলা ভাষা নিয়ে গবেষণা এবং সাহিত্য চর্চার জন্য বিশেষ অনুদান দেবে কেন্দ্রীয় সরকার, এর ফলে প্রাচীন পাণ্ডুলিপি, শিলালিপি ও দুষ্প্রাপ্য গ্রন্থসমূহ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া সম্ভব হবে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা বিভাগ গঠন করে বাংলা ভাষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করানোর সুযোগ বাড়বে। এছাড়া ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি হওয়ার সাথে দেশে ও বিদেশে সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করা হবে। নানা রকম উদ্যোগের ফলে, বাংলা ভাষার সাথে যুক্ত ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে”।

suvendulie