নিজস্ব সংবাদদাতা: আর কিছু ঘণ্টার মধ্যেই বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিধিলি। গতকাল বিকেল পাঁচটা নাগাদ আলিপুর আবহাওয়া দফতর থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে বর্তমানে বাংলাদেশ উপকূলের খেপুপাড়ার কাছে বঙ্গোপসাগরের উপরে রয়েছে এই ঘূর্ণিঝড়৷ তার ঘণ্টা তিনেকের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়ার কথা এই ঘূর্ণিঝড়ের৷ এর অর্থ, রাত আটটার মধ্যেই স্থলভাগে আঘাত হানতে পারে মিধিলি৷
ঘূর্ণিঝড় মিধিলির থেকে এই রাজ্যে আর কোনও বড় ধরনের প্রভাব দেখা দেবে না। উপকূলের দু-এক জেলায় খুব হালকা বৃষ্টি এবং উপকূল সংলগ্ন এলাকায় একটু ঝোড়ো হাওয়া ছাড়া আর তেমন কোনও প্রভাব দেখা যাবে না। মেঘলা আকাশ কেটে পরিষ্কার আকাশ দেখা দিতে পারে রবিবার থেকে। ২৪ ঘণ্টা পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানা গেছে। রাতের তাপমাত্রা ইতিমধ্যেই তিন থেকে চার ডিগ্রি বেড়ে যায়। সেই রাতের তাপমাত্রা আবার ৩-৪ ডিগ্রি কমে স্বাভাবিক হয়ে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আবহাওয়া শুষ্ক হলে আর্দ্রতা জনিত অস্বস্তি সামান্য হতে পারে।