৪৮ ঘণ্টার মধ্যেই আসছে বৃষ্টি! জাঁকিয়ে পড়বে শীত

শীত শীত ভাব এবার আরো বেশি অনুভব করতে পারবেন। এবার জাঁকিয়ে পড়তে পারে ঠান্ডা। রইল এই নিয়ে বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
winterbengal

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের গোড়া থেকেই পারদ ঊর্ধ্বমুখী হলেও এবার শীত নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে আগামিকাল ও পরশু হালকা বৃষ্টি হতে পারে। এরপরই সামান্য হলেও শীতের কামড় অনুভব করতে পারবেন দক্ষিণবঙ্গবাসী।

আগামিকাল থেকে হালকা বৃষ্টিতে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হবে বলে অনুমান করা হচ্ছে। শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী বুধবার থেকে শীতের হাওয়া জাঁকিয়ে প্রভাব ফেলতে পারে। সপ্তাহের শেষে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। শনিবার উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।

hiring.jpg