কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাওয়ার সম্ভাবনা

আগামী তিনদিনে রাজ্যের তাপমাত্রা আরও কমতে চলেছে। এখনও জাঁকিয়ে শীত না পড়লেও নভেম্বরের শেষ সপ্তাহে ঠান্ডার আমেজ থাকবে। ইতিমধ্যে একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। সেটা আরও কমতে পারে। আর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।

তারপর অবশ্য তাপমাত্রার তেমন হেরফের হবে না

আগামী তিনদিনে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যাবে। অর্থাৎ আগামী তিনদিনে রাজ্যে কিছুটা ঠান্ডা বাড়বে বলে আলিপুর আবহাওযা দফতরের তরফে জানানো হয়েছে। তারপর অবশ্য তাপমাত্রার তেমন হেরফের হবে না।