নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে কবে থেকে ঠাণ্ডা বাড়বে? অবশেষে সামনে এল সেই আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী তিনদিন রাজ্যের কোনও জেলাতেই রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পরবর্তী ২ দিনে অর্থাৎ রবিবার ও সোমবার রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে। অর্থাৎ কালীপুজোর আগে কমবে তাপমাত্রা। অনুভূত হবে হালকা শীত।