নিজস্ব সংবাদদাতা: শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমে যেতে পারে। এর ফলে কমবে রাতের তাপমাত্রা। পরবর্তী দু'দিনে অবশ্য রাজ্যের তাপমাত্রার কোনও হেরফের বোঝা যাবে না। এদিকে কুয়াশাও পড়বে বেশ ভালোই। কোথায় কোথায় কুয়াশা পড়বে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়বে।