নিজস্ব প্রতিবেদন : আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, লা নিনার প্রভাবে এবছর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে গোটা বিশ্বে। কিন্তু কালীপুজোর আগেই কি হাড় কাঁপানো শীত এসে পড়েছে? নিম্নচাপ কাটিয়ে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। গৌড়বঙ্গের জেলাগুলিতে শীত না পড়লেও ঘন কুয়াশার দাপট চলছে। সোমবার ভোরে মালদহসহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা দেখা গেছে।
এখনও শীতের আমেজ অনুভব হচ্ছে না গৌড়বঙ্গে, তবে কুয়াশা থাকায় সকালে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী কয়েকদিনের মধ্যে শীতের আগমনের পূর্বাভাস দেওয়া হয়েছে। সকালে কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কার থাকবে এবং আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
তাপমাত্রা স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে শীতের প্রভাব অনুভূত হতে পারে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে মাঝে মাঝে আকাশ মেঘলা থাকতে পারে।