নিজস্ব সংবাদদাতা: আগামী ১৫ তারিখ থেকে তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। বাংলায় আসবে শীতের আমেজ। এই মুহূর্তে রাজ্য জুড়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি আছে। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।
এরপর জানা গিয়েছে যে আগামী ১৫ নভেম্বর থেকেই বাংলায় হাওয়া বদল হতে চলেছে। অর্থাৎ, উত্তর-পশ্চিমের হাওয়া দাপট বেড়ে যাবে আর ফিরে আসবে শীতের আমেজ।
এর পাশাপাশি জানা গেছে যে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা নেই এই বাংলায়।