নিজস্ব সংবাদদাতা: জলীয় বাষ্প এবং ঘূর্ণাবর্তের জন্য আজ বৃহস্পতিবার রাজ্যের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং দার্জিলিংয়ের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আজ। বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে শুক্র এবং শনিবার। এর ফলে রাজ্যে আবার জাঁকিয়ে নামতে পারে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।