বৃষ্টি! ক্যান্সেল করে দিন আপনার উইকেন্ডের প্ল্যান!

বৃষ্টি আসছে। রবিবার অবধি কেমন অবস্থা হবে?

New Update
y54y

নিজস্ব সংবাদদাতা: আজ সারাদিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে। তবে এখনই বৃষ্টি থেকে মুক্তি পাবেন না। রবিবার পর্যন্ত বাংলায় এমনই অবস্থা জারি থাকবে বলেই জানিয়ে দিল হাওয়া অফিস। আর বৃষ্টির জেরে কমতে পারে তাপমাত্রাও। পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা আছে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও আছে। এর থেকেই হচ্ছে বৃষ্টিপাত ও ঝড়।  

GFHGJUIYUOIHJOPK

শুক্রবার ঝড়বৃষ্টি আরও বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া অনুভব করতে পারেন আপনিও। শনি-রবিবার উপকূলের জেলা আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। 

FYGTUYIUOI

Add 1